Monday, September 4, 2017

Google Adsense সি,পি,সি (C,P,C) কেন কমে এবং বাড়ার উপায় Blogger.com

হাই বন্দুরা সবাই কেমন আছেন । আমি কামরুজ্জামান সোহাগ  আমি  নিয়ে এসেছি google adsense cpc কেন কমে এবং বাড়ার উপায় 

শুরু করা যাক:- আমার মতে, সিপিসি বাড়ানোর আগে জানা উচিৎ কি কি কারনে সিপিসি কমে যায় ?
কমে যাওয়ার কারণগুলো বের করে কাজ করতে পারলেই সিপিসি অটোমেটিক বেড়ে যাবে। 

আমি কমন কিছু কারন তুলে ধরবো : 
•সাইটে Low paying Advertiser দের অ্যাড ডিসপ্লে হলে সিপিসি কম পাবেন। 
• Low paying Keywords & Low paying Ad competition এর Keywords যুক্ত সাইটে সিপিসি কম পাবেন। 
• Global Alexa Rank ১ লাখের নিচে না থাকলে সিপিসি কম পাবেন। 
• এশিয়ান ট্রাফিক বেশি থাকলে সিপিসি কম পাবেন। 
• প্রোডাক্টবেইজ সাইট না হলে সিপিসি কম পাবেন। 
• Organic SEO তে আপনার Keywords টপ Rank এ না থাকলে সিপিসি কম পাবেন। 
• Proper Ads optimization ঠিক না থাকলে সিপিসি কম পাবেন।(প্লেসমেন্ট এবং সাইজ)। 
•2-3 টার বেশি অ্যাড ব্যাবহার করলে সিপিসি কম পাবেন। 
• সাইটে Poor Quality Content থাকলে সিপিসি কম পাবেন। 


এইসব নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি (ভিন্নমত থাকতে পারে) এখন নিজেই চিন্তা করেন, কিভাবে সিপিসি বাড়াবেন ?? 

• Low paying Advertiser দের ব্লক করে দেন (ম্যাক্সিমাম ৫০০ বিজ্ঞাপনদাতা ব্লক করতে পারবেন)। 
• Average CPC 0.50 $ – 1 $ এর Keywords টার্গেট করুন এবং Ad competition Medium or high Keywords সিলেক্ট করুন। 
• সাইটের Global Alexa Rank ১ লাখের নিচে নামান (দামী বিজ্ঞাপনদাতা আসবে)। 
• ইউরোপের ট্রাফিক টার্গেট করুন (দামী অ্যাড ডিসপ্লে হবে)। 
• প্রোডাক্টবেইজ সাইট করুন (Relevant Advertiser বেশ… 
• Organic SEO তে আপনার Keywords টপ Rank এ রাখার চেষ্টা করুন (ওই Keywords এর ম্যাক্সিমাম পে করা অ্যাড দেখাবে) । 
•কন্টের এর শুরুতে এবং শেষে অ্যাড ইউনিট ইউজ করুন (336×286/300×250/728×90) ।
• সিপিসি বাড়ানোর জন্য ২ টা অ্যাড ইউনিট ব্যাবহার করুন (সিটিআর কম হবে এবং সিপিসি অনেক বাড়বে)।
• সাইটে রেগুলার ভালো মানের ইউনিক কন্টেন্ট ব্যাবহার করুন (SEO Friendly Content) । এইসব বিষয় মেনে ১ টা সাইট ১ বসর চালিয়ে দেখুন… আমি গ্যারান্টি দিচ্ছি সিপিসি ২০০ % – ৩০০ % বাড়বেই ইনশাআল্লাহ্‌।

No comments:

Post a Comment