Wednesday, September 6, 2017

এন্ড্রয়েডের প্যার্টান লক ভুলে গেছেন। খুলে ফেলুন খুব সহজে।


সমাধান-
 এসময় আপনাকে ফ্যক্টরী রিষ্টোর করতে হয়। বলে রাখা ভালে যে আপনার পুরো মোবাইল ফরমেট নিয়ে নিবে। ইন্সটল করা সফটওয়্যারে, ফোন নাম্বার, মেসেজ কিছুই থাকবে না। জেনে নিন কিভাবে সিষ্টেম হার্ড রিসেট করবেন, 

1. প্রথমে নিশ্চিত হয়ে নিন যে আপনার ডিভাইসে পর্যাপ্ত চার্জ মজুত আছে, যাতে প্রসেসটি চলাকালীন সেট বন্ধ হয়ে না যায়। 

2. ডিভাইস বন্ধ করুণ এবং চালু করার সময় Volume up+power button অথবা Down+power button একসাথে প্রেস করে সেট অন করুণ। 

এটা আপনাকে রিকোভারী মুডে নিয়ে যাবে রিকোভারী মুডে যাওয়ার জন্যে এটা ছাড়াও বিভিন্ন কোম্পানীর সেটে আরো কিছু কম্বিনেশন কাজ করতে পারে 
সেগুলো হলো: 

১. Volume Down + Volume Up + Power button. 
২. Volume Down + Power button. 
৩. Volume Up + Power button. 
৪. Volume Up + Home + Power button. 
৫. Volume Up + Camera button. 
৬. Home + Camera button. 
৭. Home + Power button 

আমি নিশ্চিত উপরের ৭টির যেকোন একটি কম্বিনেশন কাজ করবেই: কম্বিনেশন দিয়ে ডিভাইস অন করার পর রিকোভারী মুড এ যাবেন “Wipe Data / Factory Reset” সিলেক্ট করুণ, এক্ষেত্রে ভলিউম আপ ডাউন কি দিয়ে সিলেকশনের কাজ করতে হবে। এর পর নো এবং ‘ইয়েস’ এর মধ্য থেকে ‘ইয়েস’ সিলেক্ট করুণ। 


কেমন লাগলো আমার পোষ্ট কমেন্টে জানাবেন। ধন্যবাদ।সবাই ভাল থাকবেন।

facebook

No comments:

Post a Comment